দেশের কৃষি ও কৃষি-প্রাধান্যবিশিষ্ট ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে আগত নবীন গবেষকদের নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অটাম ২০২৫ সেশনের এমএস ও পিএইচডি প্রোগ্রামের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৬৬ জন এমএস ও ১০ জন পিএইচডি শিক্ষার্থী অংশ নেন। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে এসেছেন, এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কৃষি ও প্রযুক্তি সংশ্লিষ্ট আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য প্রফেসর জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, দেশের কৃষি বিজ্ঞানে অবদান রাখতে হলে নিষ্ঠা, অধ্যবসায় ও সততা নিয়ে কাজ করতে হবে। শিক্ষা শুধু পাঠ নয়—এটি চরিত্র, মনন ও মানবতার বিকাশের পথ। একজন প্রকৃত গবেষক সে-ই, যার গবেষণা সমাজে ইতিবাচক পরিবর্তনের আলো ছড়ায়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও নবীন শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, গবেষণাগার ও আধুনিক সুবিধাসমূহ পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/সুজন