ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি) যৌথভাবে এর আয়োজন করে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলাম মহান রাব্বুল আলামিনের সবশেষ মনোনীত ধর্ম। এটি মানবতার ধর্ম। ইসলাম ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবাইকে সহানুভূতি, ন্যায় এবং সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। মহান নবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের দেখিয়েছেন, প্রকৃত এবাদত হল মানবতার সেবায় নিয়োজিত হওয়া। আজকের বিশ্বে যদি আমরা এই মূল্যবোধগুলোকে মানি, তবে আমরা একটি শান্তিপূর্ণ, সহমর্মী এবং নৈতিক শক্তিতে পূর্ণ সমাজ গঠন করতে পারব।’
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপচার্য চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।ইরানের আল-মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দিন মাশায়েখি রাদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি)-এর পরিচালক প্রফেসর ড. মো. নাছির উদ্দিন মিঝি স্বাগত বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ মাসউদ আল মাহদী।
বিডি প্রতিদিন/কামাল