বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের দিকনির্দেশনায় ‘হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক সেমিনার কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ট্রেজারার, বাউবি; মো. মনসুরুজ্জামান খান, সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, হিট প্রকল্প, ইউজিসি (শিক্ষা মন্ত্রণালয়); এবং শ্রীনিবাস চন্দ্র সাহাজি, উপ-পরিচালক, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিন দিনব্যাপী (১৭–১৯ আগস্ট) এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, বিভাগ ও আঞ্চলিক কেন্দ্রের মোট ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
বিডি প্রতিদিন/জামশেদ