বিশেষ বিসিএস (৪৯তম) পরীক্ষায় রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত বাস সার্ভিস দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. আব্দুর রাজ্জাক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিসিএস পরীক্ষার্থীদের কিছুটা কষ্ট লাঘবে এ সিদ্ধান্ত হয়েছে। তবে পরিপূর্ণ সক্ষমতা নেই। ড্রাইভার সংকট। এতে সর্বোচ্চ দুটি বাসে সার্ভিস দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আগে আবেদনকারীরা অগ্রাধিকার পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসগুলো থাকবে। পরীক্ষা শেষে আবার ফিরে আসবে।
প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অর্থ সংকট ও চাকরির টেনশনে থাকা শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অনেকটা স্বস্তির। এমন সংকটে থাকা সকলকেই এ সুবিধা নিশ্চিতের অনুরোধ করেন তারা।
এর আগে, বিসিএস পরীক্ষার্থীদের বাস সার্ভিস দেওয়ার আহ্বান জানিয়ে স্মারকলিপি দেয় ছাত্রশিবির।
বিডি প্রতিদিন/এমআই