রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে। তবে পাশের হার গত বছরের চেয়ে ১০ শতাংশ কমেছে। এবার এই বোর্ডে পাশের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর পাশের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ছাত্রদের মধ্যে পাশের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এর মধ্যে ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৪৬ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫১৬ জন। এই বোর্ডে এবার ১ লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন। মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল এক লাখ ৮২ হাজার ২৩৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৮৩৫ জন। বিভাগের ৮ জেলায় ২৭৮২ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৮০ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবারের পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে ৫৯জন শিক্ষার্থী। শতভাগ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি, শূন্য পাশের হার ১০টি।
এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দিনাজপুর জেলা। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন। এর পরেই রয়েছে রংপুর। এখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৪৮ জন। এছাড়া গাইবান্ধায় এক হাজার ৮১২ জন, নীলফামারীতে এক হাজার ৭৪২ জন, কুড়িগ্রামে ১ হাজার ১৫৮ জন, লালমনিরহাটে ৬২২ জন, ঠাকুরগাওয়ে এক হাজার ৮২২ জন এবং পঞ্চগড়ে ৭৯৫ জন জিপিএ-৫ পেয়েছেন।
এবারও রংপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাল করেছে। প্রতি বছরের মত এবারও রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৫ জন পরীক্ষা দিয়ে ৪৫ জনই জিপিএ-৫ পেয়েছে। রংপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে।
বিডি প্রতিদিন/জামশেদ