গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব এবং গণতন্ত্রের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোবিপ্রবি শাখার আয়োজনে গতকাল বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের গোবিপ্রবি শাখার আহ্বায়ক জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাজিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ আহমেদ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাইদুর রহমান।
প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন:
১ম স্থান – নুসরাত জাহান নিশু (আইন বিভাগ, ২০২০-২১ সেশন)
২য় স্থান – তানহা-ই-নূর (লোক প্রশাসন বিভাগ, ২০২১-২২ সেশন)
৩য় স্থান – রায়হানা আফরোজ (ইতিহাস বিভাগ, ২০২১-২২ সেশন)
৪র্থ স্থান – ওয়াহিদুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ, ২০১৯-২০ সেশন)
৫ম স্থান – নাঈমা সুলতানা (পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ২০২১-২২ সেশন)
৬ষ্ঠ স্থান – সানজিদা আরমিন মীম (আইন বিভাগ, ২০২০-২১ সেশন)
৭ম স্থান – সবুজ হুসাইন (ইংরেজি বিভাগ, ২০১৮-১৯ সেশন)
৮ম স্থান – ফারহানা ইয়াসমিন (বাংলা বিভাগ, ২০১৯-২০ সেশন)
৯ম স্থান – রিপা ইসলাম (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ২০১৯-২০ সেশন)
১০ম স্থান – মো. ইমন হোসেন (আইন বিভাগ, ২০২০-২১ সেশন)
প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি পরিহার করে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতান্ত্রিক ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করা জরুরি। ইতিহাসে ছাত্র সংসদ ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তীতে এই দাবিতে শিক্ষার্থীরা ফের সোচ্চার হয়েছেন।’
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। ছাত্র সংগঠনগুলোর উচিত গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের উপযোগী কার্যক্রমে মনোযোগ দেওয়া। ছাত্র অধিকার পরিষদ সবসময়ই শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি এ ধরনের চিন্তাশীল ও গঠনমূলক আয়োজন করে আসছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আজ সময়ের দাবি। এ মাধ্যমেই পরিচ্ছন্ন, অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক ছাত্র রাজনীতি গড়ে তোলা সম্ভব। রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। তাই আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করার দাবি জানাই।’
বিডি প্রতিদিন/জামশেদ