অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হলো কবি শেহজাদ আমানের কাব্যগ্রন্থ ‘সে একবারও না পায় তারে’। বইটি প্রকাশিত হয়েছে ‘প্রত্যাশা প্রকাশ’ থেকে।
বইটি সাজানো হয়েছে ছোটবড় অনেকগুলো রোমান্টিক কবিতা দিয়ে। বইয়ের প্রথমভাগে রয়েছে হাইকু স্টাইলে ৪-৮ লাইনের ছোট ছোট কবিতা, যা বিভিন্ন সময়ে কবি লিখে এসেছিলেন। এ ছাড়া দ্বিতীয়ভাগে রয়েছে কিছু মাঝারি বা বড় সাইজের রোমান্টিক কবিতা। কবিতাগুলো বেশিরভাগই লেখা ২০২২-এর মধ্যে।
মানবজীবন ইচ্ছা পূরণের কারখানা নয়; নয় সবকিছুর প্রাপ্তিস্থান। না বলা অনেক কথা, না পাওয়ার অনেক ব্যথা জড়িয়ে থাকে জীবনের পরতে পরতে। সেই না পাওয়া হতে পারে বিভিন্ন। পাওয়া-না পাওয়া নিয়েই মানুষের জীবন। তবে, বুকের ভিতর থেকে যায় কিছু স্মৃতি, অনেক বেদনা, হয়তো কিছু সুন্দর মুহূর্ত এবং সুন্দরতম কীর্তিও। সেইসকল দর্শন থেকেই লেখা হয়েছে এই বইয়ের কবিতাগুলো। ভালোবাসার নির্যাস ও শুদ্ধতাই এই কাব্যগ্রন্থের মূল প্রতিপাদ্য।
কবি শেহজাদ আমান কবিতা লিখছেন ২০১৪ থেকে। এটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ ‘অসময়ের পরাহত’ প্রকাশিত হয়েছিল ২০২২-এ। কবিতা লেখা ছাড়াও জনপ্রিয় একজন অনুবাদক হিসেবে পরিচিতি রয়েছে তার। প্রকশিত হয়েছে এ পর্যন্ত ২৫ টি অনুবাদ বই।
‘সে একবারও না পায় তারে’ বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে পরিবেশক রুশদা প্রকাশের স্টলে (স্টল নং : ৩৩১-৩৩২)।
বিডি প্রতিদিন/এমএই