“চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” এবং “আমাদের অঙ্গীকার, নগর রাখবো পরিষ্কার”—এমন স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। এ কর্মসূচিতে অংশ নিয়ে তরুণরা শুধু পরিচ্ছন্নতার কাজই করেননি, বরং ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তাও পৌঁছে দিয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকায় শুভসংঘের বন্ধুরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচি পরিচালিত হয় নাজিরপুর উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও বন্দর বাজার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল কবির রাসেল এর দিকনির্দেশনায় এবং উপজেলা শাখার সভাপতি উথান মন্ডল এর নেতৃত্বে। কর্মসূচিতে অংশ নেন কালের কণ্ঠ প্রতিনিধি অহিদুজ্জামান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. সোহেল রানা, বন্দর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, ৮-নং ওয়ার্ড বিএনএর সভাপতি হেমায়েত খান, শুভসংঘের সদস্য মো. মিল্টন মোল্লা, মিরাজুল খান মারুফ, জিতু, বাদল, আব্দুল্লাহ, লিটন বনিক, রবিউল ইসলাম।
নাজিরপুর উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও বন্দর বাজার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল কবির রাসেল বলেন, “এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা নয়, বরং সামাজিক দায়িত্ববোধের জাগরণও ঘটায়। পরিচ্ছন্ন দেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।”
শুভসংঘের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
বিডি প্রতিদিন/আশিক