পঞ্চগড়ে শিশু ও নদী কেন্দ্রীক মৎস্যজীবীদের অংশগ্রহণে গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মিলন বাজার ও রাজার পাটডাঙ্গা গ্রামের তিনটি স্থানে এ কর্মসূচির আয়োজন করে কারিগর নামের একটি পরিবেশ-সাংস্কৃতিক সংগঠন।
কর্মসূচির শুরুতে শিশুদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়, যা গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাওয়াই নদীর তীরে গান, কবিতা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাউল রইস উদ্দিন ও শিমুল গান পরিবেশন করেন। বক্তব্য রাখেন কারিগরের পরিচালক মোস্তাক আহমেদ, প্রকল্প পরিচালক বদিউজ্জামান মিলনসহ অন্যরা।
কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার জানান, পঞ্চগড় জেলায় ৫০টির মতো নদী প্রবাহিত হলেও মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে নদী ও দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। এজন্য নদী পাড়ের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই এই আয়োজন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ