বিজ্ঞানীরা তৈরি করেছেন মহাবিশ্বের সবচেয়ে বড় ও বিস্তারিত কম্পিউটার মডেল, যার নাম ফ্ল্যাগশিপ–২। এতে দেখানো হয়েছে, প্রায় ৩৪০ কোটি ছায়াপথ আর ৪ ট্রিলিয়নেরও বেশি কণার আচরণ। সহজ করে বললে, এটি মহাবিশ্বের একটি ভার্চুয়াল ছবি, যেটা দেখে বিজ্ঞানীরা গবেষণা করতে পারবেন।
এই মডেল বানিয়েছেন সুইজারল্যান্ডের এক বিজ্ঞানী জোয়াকিম স্টাডেল। তিনি ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারগুলোর একটি ব্যবহার করে এর কাজ শুরু করেন।
ফ্ল্যাগশিপ–২ তৈরি করা হয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার ইউক্লিড মহাকাশযান মিশনের জন্য। ইউক্লিড ২০২৩ সালে মহাকাশে পাঠানো হয়। এটি পৃথিবী থেকে অনেক দূরে সূর্যের চারপাশে ঘুরছে। এর কাজ হলো মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য—অন্ধকার বস্তু (ডার্ক ম্যাটার) আর অন্ধকার শক্তি (ডার্ক এনার্জি)—সম্পর্কে তথ্য খুঁজে বের করা। এই বস্তু আর শক্তি মহাবিশ্বের ৯৫ শতাংশ জুড়ে আছে, কিন্তু এখনো এদের সম্পর্কে খুব কম জানা গেছে।
বিজ্ঞানীরা বলছেন, ইউক্লিডের পাওয়া তথ্য আর এই ফ্ল্যাগশিপ–২ মডেল মিলিয়ে দেখলে মহাবিশ্বের বৃদ্ধি, গতি আর নতুন রহস্য বোঝা সহজ হবে। তারা আশা করছেন, এর মাধ্যমে আগে না দেখা অনেক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাও ধরা পড়বে।
ইউক্লিডের প্রথম তথ্য প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মার্চে। আবার নতুন তথ্য প্রকাশ করা হবে ২০২৬ সালের অক্টোবর মাসে।
বিডিপ্রতিদিন/কবিরুল