আফগানিস্তানের বিপক্ষে আগামী অক্টোবরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে আবারও ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে জাকের আলি অনিক নেতৃত্ব দেবেন দলকে।
দলে একমাত্র পরিবর্তন হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ এশিয়া কাপে ছিলেন না, তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে নিয়ে ভিন্ন ভারসাম্য খুঁজবে বাংলাদেশ।
শারজাহ, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সিরিজটি। ম্যাচ তিনটি হবে ২, ৩ এবং ৫ অক্টোবর। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য বিশ্বকাপ প্রস্তুতিরও বড় পরীক্ষা।
বাংলাদেশ স্কোয়াড
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।
বিডি প্রতিদিন/এমআই