নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব এলাকায় প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারী মাহমুদা আক্তারকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বিএনপি কর্মী হানিফ মিয়া ও মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ছেলে মিলন মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সংঘর্ষের জেরে ১০-১২ জনের একটি দল মাহমুদার বাড়িতে হামলা চালায়। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় তাকে মারধর ও শ্লীলতাহানী করা হয়। ভুক্তভোগীর স্বামী ইমরান হাসান পাভেল জানান, তার স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা। তিনি ন্যায়বিচার দাবি করেছেন।
তবে অভিযুক্ত হানিফ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কাউকে মারিনি, মোবাইল লাইভ কেটে দিতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে।
সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল হাসান খান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ