চুয়াডাঙ্গার প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ হাসান চত্বর সংলগ্ন পুরাতন মাথাভাঙ্গা ব্রিজের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সংগঠন শুভসংঘের আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন মাথাভাঙ্গা নদী বাঁচাও কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। বক্তব্য রাখেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এক সময় মাথাভাঙ্গা নদী ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথ। নদীতে চলতো লঞ্চ ও স্টিমার, আর নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছিল জনপদ ও বাণিজ্যকেন্দ্র। কিন্তু এখন অব্যবস্থাপনা, দখল আর দূষণের কারণে নদী তার স্বাভাবিক রূপ হারাচ্ছে।
শাহজাহান আলী বলেন, ‘এক সময় এই মাথাভাঙ্গা নদীতে চলতো লঞ্চ-স্টিমার। এই নদীর তীরেই গড়ে উঠেছিল গোটা জনপদ। অথচ চুয়াডাঙ্গার সেই অস্তিত্ব আজ বিপন্নের পথে। যে যেভাবে পারছে মাথাভাঙ্গা নদী দখল করছে, দূষণে মেতেছে। এখন নদীর ভরা মৌসুম চলছে। তবুও আগের সেই চেহারা দেখা যায় না। দূষণে নদী তার নাব্যতা হারাচ্ছে।’
হাবিবি জহির রায়হান বলেন, ‘নদী যেন এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নিচের বাজার থেকে শুরু করে শহরের বাসাবাড়ির সব ধরনের বর্জ্য ফেলানো হচ্ছে নদীতে। মাথাভাঙ্গা নদী নিয়ে কারও কোন ভ্রুক্ষেপ নেই। দখল ও দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে প্রশাসনকে আরও সোচ্চার হতে হবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, সহ-সভাপতি মুন্সি আবু সাইফ, অর্থ সম্পাদক পলাশ কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা রানা, দপ্তর সম্পাদক শেখ লিটন, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল্লাহ আল সাদিক, কার্যনির্বাহী সদস্য মিকাইল হোসেন, রাসেল আলী, সামিউল ইসলাম ও নাফিস আহমেদ।
এছাড়াও মানববন্ধনে অংশ নেন বসুন্ধরা শুভ সংঘের সেলাই প্রশিক্ষক লিজা হুসাইন-এর নেতৃত্বে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/জামশেদ