হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। উৎসব ঘিরে রংপুর বিভাগে এবছর ৫ হাজার ৩৪৩টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এসব পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র্যাব, পুলিশের পাশাপাশি ৪৮ হাজারের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, রংপুর জেলার ৯০৭টি মণ্ডপের জন্য ৭ হাজার ৬ শত ৪৮ জন আনসার-ভিডিপির সদস্য, কুড়িগ্রাম জেলার ৫২৫টি পূজামণ্ডপের জন্য ৪ হাজার ৬ শত ৪৪ জন, লালমনিরহাট জেলার ৪৬৮টি পূজামণ্ডপের জন্য ৪ হাজার ২শত ৩৬ জন, গাইবান্ধা জেলার ৫৭৭টি মণ্ডপের জন্য ৪ হাজার ৯শত ৪৮ জন, নীলফামারী জেলার ৮৪১টি মণ্ডপের জন্য ৭ হাজার ৪২ জন, দিনাজপুর জেলার ১২৫৯টি মণ্ডপের জন্য ১১ হাজার ৫৬ জন, ঠাকুরগাঁও জেলার ৪৬৮টি মণ্ডপের জন্য ৪ হাজার ৪ শত ৩৬ জন, পঞ্চগড় জেলার ২৯৮টি মণ্ডপের জন্য ২ হাজার ৬ শত ৮৮ জনসহ মোট ৪৬,৬৯৮ জন আনসার ভিডিপির সদস্য শান্তিশৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিজিবি, র্যাব ও পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপির সদস্যদের ঝুঁকিপূর্ণ মণ্ডপে ১ জন পিসি, ১ জন এপিসি ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৮ জন করে ডিউটি পালন করছেন। কম ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে ৪ জন পুরুষ আনসার-ভিডিপি ও ২ জন মহিলা ভিডিপিসহ ৬ জন ও সাধারণ পূজামণ্ডবে ১ জন এপিসি, ৩ জন পুরুষ আনসার ভিডিপি ২ জন করে মহিলাসহ ৬ জন আনসার সদস্য দায়িত্ব পালনে রয়েছে।
রংপুর রেঞ্জের উপমহাপরিচালক আবদুল আউয়াল বলেন, আনসার-ভিডিপি সদস্যরা দর্শনার্থীদের সহায়তা করবেন। জরুরি মুহুর্তে ব্যাটালিয়ন আনসারগণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/জামশেদ