ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) স্পোর্টস ক্লাবের আয়োজনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আইএসইউ ফুটবল ফেস্ট সিজন-১ শুরু হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রয়েল মাল্টিস্পোর্টস এরেনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিকসহ শিক্ষক-কর্মকর্তারা। সভাপতিত্ব করেন স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।
এবারের আসরে ৯টি বিভাগীয় দল অংশ নিচ্ছে। সেগুলো হলো- মার্চেন্ট ম্যাভেরিক্স, টেক্সটাইল ওয়ারিয়ার্স, টেকটিক্যাল টেক্স, ডিবিএ প্রাইম ভেলর, ডিবিএ লেগেসি ইউনাইটেড, সাইবার স্ট্রাইকার্স, বাইনারি ব্লাস্টার্স, লিগাল ঈগলস ও ইংলিশ ইনভিন্সিবলস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ