কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার করাতিপাড়া গ্রামের আফরোজা খাতুন একটি দুঃসহ দুর্ঘটনার শিকার হন। রান্নার থালাবাসন ধোয়ার জন্য টিউবওয়েলে যাওয়ার পথে পা পিছলে পড়ে গিয়ে তার ডান পা ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে এক্স-রেতে পা ভাঙার বিষয়টি নিশ্চিত হয়।
দিনমজুর স্বামীর পরিবার আফরোজার চিকিৎসার ব্যয় বহনের মতো আর্থিক সঙ্গতির অভাবে দিশেহারা হয়ে পড়ে। টানা বৃষ্টির কারণে স্বামীর কাজ বন্ধ থাকায় পরিবারটি দুই বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় চিকিৎসার খরচ জোগানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় যুবক আল আমিন ও হাবিব নিজ উদ্যোগে যতটুকু সম্ভব সাহায্য করেন। পরে তারা আফরোজার অসহায়তার খবর পৌঁছে দেন বসুন্ধরা শুভসংঘ, রাজিবপুর সরকারি কলেজ শাখার সদস্যদের কাছে।
বিষয়টি জানার পর শুভসংঘের বন্ধুরা উদ্যোগী হয়ে আজ মঙ্গলবার দুপুরে আফরোজা খাতুনের নিজ বাড়িতে গিয়ে তার শাশুড়ির হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রাজিবপুর সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, সদস্য সবুজ, সুমন, মাসুদ, যুবদল নেতা আল আমিন আকন্দ, ছাত্রদলের সদস্য হাবিব ও রিপন, এবং স্থানীয় সাংবাদিক আল আমিন।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত আফরোজা খাতুন বলেন, “এই দুঃসময়ে কারো কাছে হাত পাতা ছাড়া কোনো উপায় ছিল না। যারা পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের ভালো করুক। আমি বসুন্ধরা শুভসংঘের জন্য দোয়া করি, তারা যেন সব সময় এমনভাবে মানুষের পাশে থাকতে পারে।”
বিডি প্রতিদিন/মুসা