ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর ডেটাবেসের আপডেট প্রকাশ করেছে জাতিসংঘ। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত এ তালিকায় ১১টি দেশের ১৫৮টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর : আলজাজিরা, রয়টার্স, ফ্রান্স-২৪।
এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও রয়েছে। তবে আলস্টম, ওপোডোসহ কয়েকটি প্রতিষ্ঠান এবার বাদ পড়েছে। অভিযুক্ত বেশির ভাগ কোম্পানিই ইসরায়েলভিত্তিক। কিছু কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক। এসব কোম্পানি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের ভূমি দখলে সহায়তা করছে। বিশেষ করে কোম্পানিগুলো ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের হয়ে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের মতো কার্যক্রমে জড়িত। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, ২০২৩ সালে প্রকাশিত তালিকার সর্বশেষ আপডেট এটি। এবার ৬৮টি নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে। আগের তালিকা থেকে সাতটিকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা আর কোনো সংশ্লিষ্ট কার্যকলাপের সঙ্গে জড়িত নেই।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি যুদ্ধাপরাধের শামিল। দখলদারদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিতে পারেন টনি ব্লেয়ার : গাজায় যুদ্ধবিরতি পরবর্তী অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। জাতিসংঘ ও অংশীদারদের সমর্থন নিয়ে প্রস্তাবিত এই কাঠামোর নাম হবে ‘গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি’ (গিটা)। ২৬ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য ইকোনোমিস্ট ম্যাগাজিন এই তথ্য জানিয়েছে।
গিটা তত্ত্বাবধানের অভিজ্ঞতা হিসেবে পূর্ব তিমুর ও কসোভোর আন্তর্জাতিক প্রশাসনের মডেলকে কাজে লাগানো হবে। শুরুতে গাজার অন্তর্বর্তী কর্তৃপক্ষকে অস্থায়ীভাবে মিসরে, গাজার দক্ষিণ সীমান্তের কাছে রাখা হবে; নিরাপত্তা নিশ্চিত হলে তাদের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হবে। পরিকল্পনায় একটি বহুজাতিক বাহিনীর উপস্থিতিও বিবেচনায় আনা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী পাঁচ বছরের জন্য গাজার ‘সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ’ হিসেবে টনি ব্লেয়ারের এই অন্তর্বর্তী প্রশাসন জাতিসংঘের ম্যান্ডেট চাইবে এবং পরবর্তী সময় ধাপে ধাপে ক্ষমতা স্থানান্তর করে সেটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া হবে। এই পরিকল্পনার বিষয়ে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশীদারদের সঙ্গে টনি ব্লেয়ারের আলোচনা হয়েছে। ব্লেয়ার গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে গাজা-পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন।
এদিকে দখলদার ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রকাশ্যেই বলেছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তিনি ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি জোর দিয়েছেন ভবিষ্যতে গাজার শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং গোষ্ঠীটিকে নিরস্ত্র করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের ঘোষণা : নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর অংশগ্রহণ এবং উসকানিমূলক আচরণের পরিপ্রেক্ষিতে তার মার্কিন ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ২৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানায়, পেত্রো নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করতে ও সহিংসতা উসকে দিতে আহ্বান জানান।
ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা-উয়েফাকে চিঠি : ইসরায়েলকে ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ফিফা, উয়েফা এবং জাতীয় ফুটবল সংস্থাগুলোর প্রধানদের কাছে চিঠি দিয়েছেন তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম হাজিওসমানোউলু। গত শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করে। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আগামী সপ্তাহে ইসরায়েলকে নিজেদের টুর্নামেন্ট থেকে সাময়িক স্থগিত করার বিষয়ে বৈঠক করতে পারে বলে জানিয়েছে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা তারা সফল হতে দেবে না। পক্ষে-বিপক্ষে এমন আলোচনার মধ্যেই হাজিওসমানোউলুর এই পদক্ষেপের খবর সামনে এলো।