“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, ইউনিসেফ-ডব্লিউএইচও’র প্রতিনিধি ডা. মাহমুদুর রহমান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ কার্যদিবসে এই ক্যাম্পেইন চলবে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও রোভার স্কাউটস সদস্যরা প্রচার ও সহযোগিতায় অংশ নেবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ