ফেনীর সালাউদ্দিন এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) বুথ থেকে টাকা তুলে জাল নোট পেলেন এক কৃষক। ভুক্তভোগী কৃষক মঞ্জুর জানান, তিনি বুথ থেকে ২৯ হাজার টাকা তোলেন। কিন্তু সে টাকার মধ্যে একটি ৫০০ টাকার নোট জাল পাওয়া যায়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে তারা দায় এড়ানোর ভঙ্গিতে বলেন, ‘আমাদের করার কিছুই নেই।’
ক্ষোভ প্রকাশ করে মঞ্জুর বলেন, ‘আমরা সাধারণ মানুষ যদি বুথ থেকে জাল নোট পাই, আর ব্যাংক কর্তৃপক্ষ যদি দায় এড়িয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের ঠকানোর জবাবদিহি করবে কে?’
তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা জরুরি। তিনি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।