ময়মনসিংহ বই পরিষদের উদ্যোগে আয়োজিত কবি-সাহিত্যিকদের বই প্রদর্শনী মেলাকে কেন্দ্র করে বসুন্ধরা শুভসংঘ প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নানাবিধ গ্রন্থ উপহার দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জেলা শাখার সদস্যরা বলেন, বই মানুষের মানস গঠনের অন্যতম শক্তি। তরুণ প্রজন্মকে সৃজনশীলতার পথে এগিয়ে নিতে বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি জরুরি। শুভসংঘের এ উদ্যোগ তরুণ সমাজকে বই পড়ায় আরও অনুপ্রাণিত করবে।
আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা নওরিন সামান্তা সৌমি বলেন, পাঠপ্রেমী মানুষের মাঝে জ্ঞান, চেতনা ও সংস্কৃতির আলো ছড়াতে ময়মনসিংহ বই পরিষদ নিরলসভাবে কাজ করছে। আজকের অনুষ্ঠানে ইমদাদুল হক মিলনের বই উপহার দেওয়া সত্যিই প্রশংসনীয়।
শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, বই মানুষের চেতনা ও মননের শ্রেষ্ঠ হাতিয়ার। নতুন প্রজন্মকে বইয়ের প্রতি অনুরাগী করাই শুভসংঘের লক্ষ্য।
ময়মনসিংহ বই পরিষদের প্রতিষ্ঠাতা স্বচ্ছ দে বলেন, প্রিয় লেখক ইমদাদুল হক মিলনের বই পেয়ে আমরা আনন্দিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ শফিউল আলম, আহমেদ জোনায়েদ তন্ময়, সৌমত্ত আয়ন সুমন, নিজাম উদ্দিন সৌরভ, হাফিজা আক্তার অনি, সৈয়দ নাফিউল হাসান মুবিন, পূজা চক্রবর্তী লাবণ্য, জিহাদ হাসান, মাহমুদুল হাসান আকাশ, সানাউল হক স্বাধীন, সানভির সোহান, স্বচ্ছ দে, আব্দুল্লাহ, শাহাদাত নূর, ফারজানা মুন, মেহবুবা হায়দার জেরি, মাইসারা মৈত্রী, নাবিলা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক