১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের ‘বিশ্বপ্রেমিক’ চলচ্চিত্রটি। মুক্তির ৩০ বছর পরও সিনেমাটির কথা মনে পড়লে দর্শকদের মনে পড়ে যায় প্রয়াত শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদি ও নায়িকা মৌসুমী জুটির লিপে সৈয়দ আবদুল হাদীর গাওয়া সেই ‘তোমরা কাউকে বলো না’ গানটির কথা। মুক্তির পর বাম্পার হিট ব্যবসা করেছিল সিনেমাটি। একে শুধুই রোমান্টিক সিনেমা বলা যাবে না। রোমাঞ্চের মধ্যে নির্মাতা মিশিয়ে দিয়েছেন দুর্দান্ত সাইকোপ্যাথ থ্রিলারের আমেজ। এ আমেজকে ব্যবহার করতে তাঁর দাবার ঘুঁটি হন মাস্টার আর্টিস্ট হুমায়ুন ফরীদি। বিশ্বপ্রেমিক সিনেমায় হুমায়ুন ফরীদি সাইকোলজির দিক থেকে হতাশ এক লোক। যার হতাশা তৈরির কারণ হিসেবে তাঁর মা অন্যতম প্রধান কারণ ছিলেন। তাঁর মা তাঁর বাবাকে হুইলচেয়ার থেকে ফেলে দিয়ে মেরেছিল। মাকে তাই শত্রু ভাবে। তাঁর আরও বড় শত্রু আছে। এখানে পরিচালক খোকন ফরীদিকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেন। সাইকোপ্যাথ কিলিংয়ে একটা সূক্ষ্ম উপাদান দিয়ে দেন সেটা হচ্ছে মেয়েদের গলার নিচে ‘তিল’। ফরীদি বলেন- ‘ওই তিল থাকা ভালো না। ওতে মেয়েরা নষ্ট হয়ে যায়। ওটা কেটে ফেলতে হয়, নইলে পুরুষরা বারবার ওই তিলের দিকে তাকাবে আর তোমার প্রতি কামবাসনায় পড়বে।’ সৌন্দর্যের একটা উপাদান সিনেমায় ‘তিল’কে দেখানো হয়েছে আর ফরীদি সেটার জন্যই মেয়েদের ধরে আনে তিল কেটে নেওয়ার জন্য। মেয়েরা বাধা দিলে খুন করে তিল কেটে নেয় তারপর জমায়। এই সাইকোপ্যাথ থ্রিলিং নির্মাতা সাহসীভাবে তুলে ধরেছেন, যার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কমার্শিয়াল এক্সপেরিমেন্টে নির্মাতা তাঁর সময়ের থেকে আধুনিক ছিলেন। সিনেমায় রোমাঞ্চ ও থ্রিলারের মাঝে সংযোগ ঘটাতে হুমায়ুন ফরীদিকে নির্মাতা রাখেন ট্রাম্পকার্ড হিসেবে। এ সিনেমার শক্তিশালী প্রেজেন্টেশন হলো ভিলেনকে নায়কের চেয়ে প্রেজেন্টেবল করা এবং নির্মাতা তা সফলভাবে পেরেছেন। হুমায়ুন ফরীদিকে দিয়ে তাঁর কমার্শিয়াল সিনেমার অন্যতম সেরা অভিনয় আদায় করে নিয়েছেন। তিল কাটার সময় ফরীদি যেমন নৃশংস আবার মৌসুমীর বিয়ের প্রস্তাব পেয়ে ততটাই রোমান্টিক। রোমাঞ্চে ডুবে গাওয়া বিখ্যাত সেই গান ‘তোমরা কাউকে বলো না’ একটা মাইলফলক গড়েছে বাংলাদেশের টোটাল সিনেমায়। গানে ফরীদির ঘাড় পর্যন্ত লাল চুল, মনোহর নাচ আর অসম্ভব সুন্দর সব রোমান্টিক এক্সপ্রেশন মুগ্ধ করে। মুগ্ধ করে তার কো-আর্টিস্ট মৌসুমীর অনবদ্য কস্টিউম, গ্ল্যামার আর স্বতঃস্ফূর্ত অভিনয়। গ্রেট প্রোডাক্ট তৈরিতে এ গানে ভিলেন-নায়িকার ব্যতিক্রমী কেমিস্ট্রি সিনেমাটিকে অনেক দূর এগিয়ে দিয়েছে এবং আজ পর্যন্ত স্মরণীয় করেছে। মৌসুমী হেলিকপ্টারে করে রুবেলকে প্রপোজ করতে আসার সিকোয়েন্সটি দুর্দান্ত। পরিচালক রোমাঞ্চ, সাইকো থ্রিলিং এবং কমার্শিয়াল সিনেমার অন্য সব দিক ব্যালান্স করে সিনেমাটিকে উপভোগ্য করেছেন। সিনেমায় এক্সপেরিমেন্টের বিষয়গুলো উপভোগ্য হয়ে উঠে এবং সেভাবেই বিশ্বপ্রেমিক কমার্শিয়াল মাস্টারপিস হয়ে আছে।
শিরোনাম
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
মুক্তির ৩০ বছর পরও দর্শকপ্রিয় বিশ্বপ্রেমিক
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর