ঝামেলা ছাড়াই ঘরে বসে শপিং করতে বাড়ছে অনলাইনের চাহিদা। তাদের রয়েছে ঈদ নিয়ে আলাদা আয়োজন। দেশি ই-কমার্সভিত্তিক কয়েকটি ওয়েবসাইটের ঈদ আয়োজন তুলে ধরা হলো-
কয়েক বছর আগেও ঈদ আয়োজনে কেনাকাটা ছিল বেশ সময়সাপেক্ষ আর ঝামেলার। যদিও ঈদের সময় মানুষের মাঝে অন্যরকম একটা উত্তেজনা কাজ করত। ২০২৫ সালে এসে দেখা যায় একেবারে এক ভিন্ন দৃশ্য। তবে এ পরিবর্তনটা আসলে সর্বোপরি এসেছিল ২০২০ সালে। আগেও অনলাইন কেনাকাটা ছিল, তবে সামান্যই। একটু পেছনে ফিরে দেখা যাক। করোনা মহামারিতে মানুষ ঘরবন্দি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি উৎসবের পোশাক, অনুষঙ্গ ইত্যাদি অনলাইনে অর্ডারের মাধ্যমে বিকিকিনি বেড়ে যায়। সেই থেকে মানুষের অনলাইনে কেনাকাটায় নির্ভরতা বাড়তে থাকে।
আজকাল ক্রেতারা সরাসরি দোকান থেকে কেনার অভিজ্ঞতা রেপ্লিকেট করতে পারছে অনলাইনের মাধ্যমে। এর দ্বারা বিক্রেতারাও একটি সিঙ্গেল মার্কেটপ্লেসের মাধ্যমে দেশের যে কোনো জেলার ক্রেতাদের আরও বেশি কাছে পৌঁছে যাচ্ছে। তবে বহুল সুযোগসুবিধা থাকার পরও, বাংলাদেশের ই-কমার্স পেনেট্রেশনের হার ২ শতাংশের কম। যদিও ভারতে এ হার ৭-১০ শতাংশ, সিঙ্গাপুরে ২৩ শতাংশ এবং চীনে ৪৫ শতাংশ। তবুও বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন অনলাইন কেনাকাটা বেড়ে চলেছে। সে ধারাবাহিকতায় আজকাল ঝামেলা ছাড়া ঘরে বসে শপিং করতে বাড়ছে অনলাইনের চাহিদা। তাদেরও রয়েছে ঈদ আয়োজন। দেশি ই-কমার্সভিত্তিক কয়েকটি ওয়েবসাইটের তথ্য তুলে ধরা হলো। আজকেরডিল ডটকমে পণ্য কেনা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে কুপন কিনতে হয়। ঠিকানা :www.ajkerdeal.com. দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের ঈদ পণ্য দিয়ে তাদের ওয়েবসাইট সাজিয়েছে বাংলাদেশ ব্র্যান্ডস ডটকম (www.bangladeshbrands.com)। অনলাইনে চাহিদা জানালে ঈদ উপলক্ষে থাকছে নিশ্চিত মূল্য ছাড়ের ব্যবস্থা। এই ঈদে প্রিয়জনকে উপহার পাঠাতে পারবেন অনলাইন শপিং উপহার বিডি ডটকমের (www.upoharbd.com) মাধ্যমে। ঈদ উপলক্ষে গিফট প্যাকেজও পাওয়া যায় এই অনলাইনে। ছেলেদের পাঞ্জাবি ও শার্ট এবং মেয়েদের সালোয়ার-কামিজের সম্ভার থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে ঢুঁ মারতে পারেন ইউশপ ডটকম ডটবিডি (www.ushop.com.bd) ঠিকানার ওয়েবসাইটটিতে। ইসুফিয়ানার (www.esufiana.com) ঈদ সম্ভারে শুধু প্রসাধনীর প্রাধান্য দেখা গেছে। প্রসাধনী ও সৌন্দর্য চর্চার নানা পণ্য আছে ওখানেই ডটকমে (www.okhanei.com)।এসব ওয়েবসাইটের বাইরে ফেসবুক পেজের মাধ্যমেও ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে বিকিকিনি হচ্ছে নানা পণ্য। সব ক্ষেত্রেই অর্ডার দিলে পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে এসব অনলাইন কেনাকাটায়। মাস্টার্ডের মাধ্যমে মূল্যছাড় পেয়ে যেতে পারেন দেশিবিদেশি অসংখ্য অনলাইন ওবেসাইটে।