প্রায়শ সবাই চুল ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করেন। কেউ কেউ এক্ষেত্রে সাবান ব্যবহার করেন। শ্যাম্পুতে অনেক রাসায়নিক থাকে, যা চুলের ক্ষতি করতে পারে। এটি চুল পড়ার সমস্যাও বাড়ায়। চাইলে শ্যাম্পু ব্যবহার না করেও বাড়িতে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে চুল পরিষ্কার করতে পারেন। যেমন-
► বেসন কেবল ত্বকে নয়, চুলের জন্যও উপকারী। এটি চুল সম্পূর্ণভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এর জন্য, পানিতে গুলানো বেসন নিন। এটি চুল এবং মাথার ত্বকে ভালোভাবে লাগান। আধ ঘণ্টা পরে
পানি দিয়ে চুল পরিষ্কার করুন। এতে চুলে জমে থাকা ময়লা এবং তেল দূর হবে। চুল নরম এবং চকচকে দেখাতে শুরু করবে।
► চুল ধোয়ার জন্য অ্যালোভেরা খুবই চমৎকার একটি প্রতিকার। এর জন্য অ্যালোভেরা জেল নিন। চুল এবং মাথার ত্বকে ভালোভাবে লাগান। এক ঘণ্টা পরে পানি দিয়ে মাথা পরিষ্কার করুন। অ্যালোভেরায় থাকা ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য চুলে আর্দ্রতা সরবরাহ করে। অ্যালোভেরা চুলকে নরম, মসৃণ এবং চকচকে করে তোলে। সপ্তাহে দুই-তিনবার অ্যালোভেরা দিয়ে চুল ধুতে পারেন।
► শুষ্ক চুলের অধিকারীরা নারকেলের দুধ দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। নারকেলের দুধ সহজেই ঘরে তৈরি করা যায়। নারকেলের দুধ চুলকে আর্দ্র করে। এটি চুলের পুষ্টি জোগায় এবং মজবুত করে। একটি পাত্রে নারকেলের দুধ নিয়ে চুলে লাগান। ঘণ্টাখানেক পর পরিষ্কার পানি দিয়ে চুল পরিষ্কার করুন।