জনপ্রিয় হেয়ারস্টাইলিস্টের মতে, দুটো আলাদা মাথায় কখনোই এক ধরনের চুল গজায় না। কারও চুল ঘন, তো কারও পাতলা। কারও আবার চুলের ফাঁক দিয়ে দেখা যায় মাথার ত্বক। ঘনত্বের হেরফেরের মতো ওজনের পাল্লায় অমিল দেখা যায়। সোজা চুলের দেখা যেমন মেলে, তেমনি কোঁকড়া চুলও নজর কাড়ে। এমনকি চুলের গড়ন একই রকম দেখালেও এগুলোর মধ্যে রয়েছে পার্থক্য। বৈজ্ঞানিকভাবে তা প্রমাণিত। চুলের ভিত্তি কিংবা গঠনে গরমিল হলে একই ধরনের স্টাইলিং টুল সবার ব্যবহার করাটাও বোকামি। শুধু কি টুল, চুলের ভিন্নতায় পাল্টানো প্রয়োজন এর হিট সেটিং, ম্যাটেরিয়াল, এমনকি বাতাসের সেটিংও।
যাদের চুল পাতলা, তারা এমন স্টাইলিং টুল বেছে নিন, যেন টেম্পারেচার পরিবর্তনের অপশন থাকে। কারণ, এতে স্টাইলিংয়ের সময় ওভারহিট না করে কমনীয়তার সঙ্গে চুল সাজানো যাবে। পাতলা চুল খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়। আর বাড়তি সুরার জন্য ব্যবহার করা যেতে পারে থিকেনিং স্প্রে। এতে থাকা প্রোটেকটিভ প্রোপার্টি ক্ষতি থেকে বাঁচাবে। সঙ্গে চুলে যোগ করবে বাড়তি ভলিউম। স্ট্রেইটনার, কার্লার কিংবা হেয়ার ড্রায়ার- স্টাইলিং টুল যেটাই হোক না কেন, অ্যাডজাস্টেবল হিট সেটিং থাকা চাই। তা ছাড়া হেয়ার ড্রায়ার কেনার ক্ষেত্রে যেন লো উইন্ড সেটিং থাকে।
যাদের চুল মোটা, টুল বাছাইয়ের অপশন তাদের বেশি। কারণ, অনেক হাই হিটেও এ ধরনের চুল অনায়াসে স্টাইল করে নেওয়া যায়। তবে চুল শুকাতে একটু বেশি সময় নেয়। মোটা চুলে স্টেইটনিং করাটা বেশ ঝক্কির ব্যাপার। বেশ কটি আলাদা ভাগ করে নিয়ে তারপর স্ট্রেইটনার চালাতে হয়। তাই এমন স্ট্রেইটনার বেছে নিতে হবে, যা দিয়ে মোটা গোছার চুলও অনায়াসে স্ট্রেইট করে নেওয়া যায়। সেই সঙ্গে থাকে হাই সেটিংয়ের সুবন্দোবস্ত। টুইন টার্বো সেটিং থাকলে সুবিধা হবে হেয়ার ডায়ারে। চুল দ্রুত শুকাবে। আর হিট সেটিং দেওয়া কার্লিং আয়রন বেছে নিতে পারলে তা দিয়ে মোটা চুলেও কার্ল হবে।
কার্ল হেয়ারে হাই হিট সেটিংয়ের টুল বেশি উপযোগী। কিন্তু সেগুলো যেন আয়োনিক ফিচার যুক্ত হয়। এগুলো চুলকে সুরতি রাখে, দেয় মসৃণ পলিশড লুক। এ দুই ধরনের চুল ব্লো ড্রাই করার সময় লো উইন্ড সেটিং রাখা প্রয়োজন। নইলে কোঁকড়া চুল আরও এলোমেলো হয়ে যাবে। তবে এ ধরনের চুলে কার্ল ক্রিম, হিট প্রোটেকট্যান্টস, জেলি কিংবা লিভ ইন কন্ডিশনার ব্যবহার করতে হবে বুঝেশুনে। কার্লি চুলের কার্লার যেন বিভিন্ন আকারের ব্যারেলের হয়। এতে কার্লের ধরন অনুযায়ী চুল স্টাইল করে নেওয়া যায়। ডিফিউসার যুক্ত ড্রায়ার এ দুই ধরনের চুলের জন্যই ভালো। এমন স্ট্রেইটনার নিতে হবে, যা শুষ্ক না করে চুল সোজা করবে।