কেমন হবে ছেলেদের বডি লোশন? আজকাল এমন প্রশ্ন হরহামেশাই মনের কোণে উঁকি দেয়। কারণ, লোশন খুব ঘন হলে ঘর থেকে বের হওয়ার আগেই ঘামতে শুরু করে। আবার খুব হালকা হলে, দুপুর হওয়ার আগেই ত্বক শুষ্ক হতে পারে। এর সঙ্গে যদি তীব্র গন্ধ বা তৈলাক্ত ভাব থাকে, অনেকে লোশন ব্যবহার করাই ছেড়ে দেন। কিন্তু যখন ত্বকের জন্য উপযুক্ত লোশন খুঁজে পান, তখন তা আপনার রূপ-রুটিনকে বদলে দেবে।
ডিকনেস কসমেটিক ডার্মাটোলজির বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর ডিলান গ্রিনি বলেন, ছেলেদের ত্বক স্বাভাবিকভাবে মহিলাদের চেয়ে পুরু হয় অর্থাৎ তাদের প্রায়শই হালকা, দ্রুত শোষিত হওয়া লোশনের প্রয়োজন হয় যা ছিদ্র বন্ধ না করে ত্বককে ময়েশ্চারাইজ করে। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘তেল উৎপাদন বৃদ্ধির কারণে, পুরুষরা শরীরের ব্রণ এবং রুক্ষ টেক্সচারের ঝুঁকিতে বেশি থাকে, বিশেষ করে পিঠ এবং বাহুর মতো জায়গায়।’
বিশেষজ্ঞদের ভাষ্য, বিভেল বডি লোশন হালকা ও দীর্ঘস্থায়ী ত্বককে ময়েশ্চারাইজ করে। এটি দ্রুত শোষিত হয় এবং কোনো চিটচিটে ভাব রাখে না। এতে রয়েছে শিয়া বাটার, আর্গান তেল এবং নিয়াসিনামাইডের একটি শক্তিশালী মিশ্রণ যা ত্বককে নরম ও মসৃণ রাখে। অন্যদিকে নিভিয়া ম্যান ব্রেথেবল বডি লোশন দ্রুত শোষণ করে এবং নন-গ্রিসি ফর্মুলায় তৈরি। যা ত্বককে ভারী বোধ করায় না, পাশাপাশি শুষ্ক ত্বককে নিয়ন্ত্রণে রাখে। দামও ভালো।
ব্লু অ্যাটলাস বডি লোশন :
যারা সরলতা পছন্দ করে, তাদের জন্য ব্লু অ্যাটলাস উপযুক্ত। এটি হালকা সুগন্ধযুক্ত, নন-গ্রিসি লোশন যা ত্বকে ভারী বোধ না করিয়েও ভালোভাবে ময়েশ্চারাইজ করে। এটি দ্রুত শোষিত হয়, ত্বককে নরম করে তোলে কিন্তু আঠালো করে না।
নিভিয়া ম্যান ব্রেথেবল বডি লোশন :
নিভিয়ার ব্রেথেবল ফর্মুলা শুষ্কতা নিয়ন্ত্রণে কার্যকরী। এটি যথেষ্ট হাইড্রেশন প্রদান করে কিন্তু কোনো তৈলাক্ত স্তর ফেলে না। ফলে এটি হালকা কিছু ব্যবহার করতে আগ্রহীদের জন্য আদর্শ। পোশাকের নিচে লাগানোর জন্য বা ওয়ার্কআউটের পরে ব্যবহারের জন্য এটি ভালো- ত্বকের ওপর খুব ভারী বা শ্বাসরুদ্ধকর মনে হবে না।
এসোপ জেরানিয়াম লিফ বডি বাম :
এসোপের লোশন যতটা না ত্বকের যত্নে উপযুক্ত, ততটাই এক বিশেষ রীতির অংশও। এটি হালকা কিন্তু যথেষ্ট সমৃদ্ধ যা ব্যবহারকারীকে বিলাসবহুল অনুভূতি দেয়। তৈলাক্ত ভাব ছাড়াই ত্বকে মিশে যায়। এর গন্ধ- জেরানিয়াম, বার্গামট ও ম্যান্ডারিনের মিশ্রণ- দুর্দান্ত অনুভূতি প্রদান করবে।