অস্ট্রেলিয়ার ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার যে ঘটনার মুখোমুখি হয়েছেন। তাতে ক্রিকেটের খোঁজখবর রাখা অনেকেই আঁতকে উঠেছেন নিশ্চয়ই। সার্বিক পরিস্থিতি মিলে প্রশ্ন উঠছে আইয়ার আসলে কতোটা ঝুঁকিতে ছিলেন কিংবা এখনও আছেন?
ভারতের ওডিআই ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাকে বর্তমানে সিডনির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এনডিটিভিকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে পরিস্থিতির বিবরণ বলছে, আইআর এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন।
রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে চলাকালীন পাঁজরে চোট পান আইয়ার। এ কারণে তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন অ্যালেক্স কেরির ক্যাচ নেওয়ার সময় পিছনের দৌড়ে এসে ডাইভ দিতে গিয়ে শ্রেয়াস বাঁ-পাঁজর আঘাত পান।
জানা গেছে, ড্রেসিংরুমে ফেরার পর আইয়ার অজ্ঞান হয়ে যান এবং তাঁর গুরুত্বপূর্ণ শারীরিক প্যারামিটারগুলি আশঙ্কাজনকভাবে কমে যায়। এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিটিআইয়ের রিপোর্ট অনুসারে, আইয়ার ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং তাঁর গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি আশঙ্কাজনকভাবে কম ছিল। স্ক্যান করে জানা যায় তার প্লীহা আঘাতপ্রাপ্ত হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল না হলে এটি মারাত্মক হতে পারত।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইয়ারের স্বাস্থ্য এখনও নাজুক তবে স্থিতিশীল। সূত্রগুলি নিশ্চিত করেছে যে আইয়ার এখন আশঙ্কামুক্ত। কেরির ক্যাচটি নেওয়ার সময় হওয়া আঘাতের ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। ভারতীয় দলের সফরকারী ডাক্তার ড. রিজওয়ান খান সার্বক্ষণিক তাকে দেখাশোনা করছেন।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, শ্রেয়াস আইয়ার বাঁ-পাজরের নিচের অংশে আঘাত পেয়েছিলেন। স্ক্যান করে প্লীহাতে ল্যাসারেশন ইনজুরি ধরা পড়েছে। তিনি চিকিৎসাধীন, চিকিৎসাগতভাবে স্থিতিশীল আছেন এবং সুস্থ হচ্ছেন। বিসিসিআই আরও জানিয়েছে, ভারতীয় দলের ডাক্তার তাঁর দৈনিক অগ্রগতি পর্যবেক্ষণ করতে সিডনিতেই থাকবেন।
বিডি প্রতিদিন/নাজমুল