খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবাষিকী ব্যাপক কমসূচির মধ্যে দিয়ে জেলা যুবদলের উদ্যোগে সোমবার পালন করা হয়েছে। বিকেলে শহরের চেংগী ব্রীজ এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চে এক সমাবেশ করে।
এতে সভাপত্বিত করেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। প্রধান অতিথির বক্তব্য (ভাচুয়ালী) রাখেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভুইয়া। তিনি বলেন, সামনে নিবাচন। তাই জনসাধারণের কাছে যেতে হবে। তাদের সুখ দুঃখের কথা জানতে হবে। আগামী দিনে ধানের শীর্ষে ভোট দিয়ে এখানকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা ও যুবদলের নেতৃত্ববৃন্দ।
বিডি প্রতিদিন/এএম