চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাইরে ছিলেন টেম্বা বাভুমা। সেই চোট কাটিয়ে ভারত সিরিজ দিয়ে মাঠে ফিরছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক।
ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এর আগেই ক্রিকেটে ফিরছেন বাভুমা। ভারত ‘এ’ দলের বিপক্ষে সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নেবেন তিনি।
‘এ’ দলের ম্যাচ শেষে জাতীয় দলে যোগ দেবেন বাভুমা। তিনি ফেরায় টেস্ট দলে জায়গা হারিয়েছেন ডেভিড বেডিংহ্যাম। পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনি কোনো ম্যাচে খেলতে পারেননি।
দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন। কেশভ মহারাজের চোটে প্রথম টেস্ট খেলেছিলেন যিনি। এরপরেও দলে থাকছে তিন বিশেষজ্ঞ স্পিনার কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুত্থুস্বামী।
ভারতের বিপক্ষে প্রোটিয়াদের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ ডিসেম্বর। প্রথম টেস্টটি হবে কলকাতায়। ২২ ডিসেম্বর গৌহাটিতে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, করবিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা ও সাইমন হার্মার।
বিডি প্রতিদিন/কেএ