নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে বোলিংয়ে দারুণ পারফরম্যান্স করেছেন পেসার তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ২৮ রান খরচা করে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি।
কিছুদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তাসকিন ইংল্যান্ডে চিকিৎসা নিয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফের মাঠে ফিরলেও পুরোপুরি ছন্দে ছিলেন না। তবে নিজেই জানালেন, ধীরে ধীরে নিজের ফর্ম ফিরে পাচ্ছেন।
সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে ম্যাচ খেলা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু তাসকিন বললেন, “এটা বাংলাদেশের সেরা উইকেট। ব্যাটিং-ফ্রেন্ডলি হলেও পরিস্থিতি বুঝে বল করলে উইকেটও পাওয়া যায়।”
তিনি আরও জানান, “আমি পরিস্থিতি বুঝে বল করেছি। যেটা প্রয়োজন ছিল সেটাই করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। কন্ডিশন বুঝে বল করার কারণে ভালো ফল পেয়েছি।”
ইনজুরির কারণে টিম ম্যানেজমেন্ট তাসকিনকে গ্যাপ দিয়ে খেলাচ্ছে। এ প্রসঙ্গে তাসকিন বলেন, “ইনজুরি থেকে ফিরেছি, ম্যানেজমেন্ট বিষয়টা জানে, তাই গ্যাপ দিয়ে খেলাচ্ছে, সামনে এশিয়া কাপের জন্য।”
তাসকিনের ভাষ্য, “আমি সব মুহূর্তের চ্যালেঞ্জ নিতে চাই। ভালো-খারাপ থাকবেই, সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই আসল। বোলারদের জন্য এখানে কঠিন কন্ডিশন ছিল, ডিউ ফ্যাক্টরও ছিল। তবে বোলাররা দারুণ চ্যালেঞ্জ নিয়েছে। এশিয়া কাপের আগে এটা ভালো প্রস্তুতি।”
এছাড়া, দীর্ঘদিন পর দলের হয়ে রান পেয়েছেন লিটন দাস। এ প্রসঙ্গে তাসকিন বললেন, “লিটনের রান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওর রানে ফিরে আসাটা দলের জন্য সুখকর। পাওয়ার হিটিং-এ সবার উন্নতি হচ্ছে।”
তাসকিন যোগ করেন, “আমরা ডমিনেটিং ক্রিকেট খেলেছি। সবাই নিজের জায়গা থেকে সেরাটা দিয়েছে। শুরুতে রান তোলা আমাদের পরিকল্পনার অংশ ছিল, টপ অর্ডার সফল হয়েছে। লিটনের ভালো পারফরম্যান্সও আমাদের জয় এনে দিয়েছে। অনুশীলনে সর্বোচ্চ দেওয়ার ফল আমাদের সামনে। এই ধারায় আমরা আরও ভালো করব।”
বিডি প্রতিদিন/মুসা