শক্তিশালী থাইল্যান্ড ফুটবল দলের সঙ্গে আন্তর্জাতিক প্রীতিম্যাচে বিকালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার বিকেল ৪টায় ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে দুই দল লড়াইয়ে নামছে। এটি হবে দুই দলের প্রথম প্রীতিম্যাচ, দ্বিতীয়টি আগামী ২৭ অক্টোবর।
বাংলাদেশ নারী দল এক যুগ আগে থাইল্যান্ডের বিপক্ষে হেরেছিল ৯-০ গোলে। তবে এখন বাংলাদেশ আর সেই অবস্থায় নেই। পিটার বাটলারের শিষ্যরা এবার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে।
বাংলাদেশ নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানিয়েছেন, আমরা আমাদের দুর্বল দিকগুলো ঠিক করতে চেষ্টা করছি। প্রতিপক্ষের শক্তির জায়গায়ও আমাদের দৃষ্টি রয়েছে। কোচ পিটার বাটলার যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা সেভাবেই উন্নতি করার কাজ করছে। আমরা চেষ্টা করছি সেরাটা বের করে আনতে।
গোলরক্ষক রুপনা চাকমা জানান, ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমাদের লক্ষ্য জেতা।
নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩তম স্থানে। আর বাংলাদেশ সেখান থেকে ৫১ ধাপ দূরে ১০৪ নম্বরে। তবুও লাল-সবুজ শিবিরে ভয় নেই, তারা যথেষ্ট আত্মবিশ্বাসী।
এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সেজন্য থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রীতিম্যাচ পিটার বাটলারের দলের জন্য শেখার ও নিজেদের প্রস্তুত করার সুযোগ।
বাংলাদেশ নারী দল শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল তিন মাস আগে। এই প্রীতিম্যাচ দিয়েই আগামী বছরের এএফসি নারী এশিয়ান কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হচ্ছে।
বিডিপ্রতিদিন/এমই