নানা অঙ্গনে অশান্তি, অনৈক্য, অনিশ্চয়তার দীর্ঘশ্বাসে যখন ভারী দেশের বাতাস, তখন একটা আনন্দ সংবাদ সৃষ্টি করল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল টিম বাংলাদেশ। লাল-সবুজের পতাকাবাহী দল, মিরাজ বাহিনীকে অভিনন্দন। প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে সিরিজ জয়ের ট্রফি নিয়ে উচ্ছ্বাস-উল্লাসে হাস্যোজ্জ্বল ভি-প্রদর্শিত ফটো সেশনের এই সুযোগ ঘটল। এর আগে গত বছর মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জয়ের পর, টানা চারটি সিরিজে হারে এদের ওয়ানডে সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠেছিল। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটায় ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে মিরাজ বাহিনী সে প্রশ্নের উপযুক্ত জবাবই দিল। ওয়ানডেতে রানের হিসাবে এটা দেশের দ্বিতীয় বড় জয়। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবধানে বিজয়। ক্যারিবীয় বোলারদের বাউন্স বলের সাহসী মোকাবিলায়, ব্যাটিংকে দারুণ উপভোগ্য করে তুলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। ২৫.২ ওভার জুটিবদ্ধ থেকে ১৭৬ রানের পাহাড় গড়েন তারা। যা শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী জুটির সর্বোচ্চ স্কোর। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানেই গুঁড়িয়ে যায়। বাঁ-হাতি নাসুম, লেগ স্পিনার রিশাদ, অফস্পিনার অধিনায়ক মিরাজ এবং আরেক বাঁ-হাতি তানভীরের দুর্দান্ত বোলিং আর ফিল্ডারদের অব্যর্থ ক্ষিপ্রতার সামনে টিকতে পারেনি উইন্ডিজ। বিশাল রানের টার্গেট ছুঁতে তাদের মধ্যে তাড়াহুড়ার মনস্তাত্ত্বিক চাপও ছিল। অথচ এ সিরিজের শুরুতে মিরপুরের উইকেট যেন দেশের ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছিল বধ্যভূমি। সেই কালো মাটির উইকেটে ব্যাট হাতে জ্বলে ওঠেন সৌম্য। ৮৬ বলে ৭ চার ও ৪ ছয়ে করেন ৯১ রান। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ব্যাট হাতে যথেষ্ট ভালো করেছেন সাইফও। ৭২ বলে ৬টি করে চার ও ছয়ে তার ঝুলিতে জমে ৮০ রান। বলা যায়, জয়ের নায়ক এই দুজনই, সৌম্য-সাইফ। তাদের ধন্যবাদ। অনিশ্চয়তার খেলা ক্রিকেট। পান থেকে চুন খসলেই বিপদ, বিপর্যয়। তার মধ্যে দিয়েই ভালোমন্দে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘদিনের দাপুটে খেলোয়াড়দের অনেকেই আজ নেই। এটাই নিয়ম। নবীন শক্তির হাতে এগিয়ে যাওয়ার ব্যাটন উঠবে এটাই স্বাভাবিক। কজন অভিজ্ঞ আর সংখ্যাগরিষ্ঠ তরুণের সমন্বয়ে আজকের বাংলাদেশ ক্রিকেট দল জাতির মনে আশা জাগায়। পাশাপাশি নারী ক্রিকেট দলটিরও অর্জন উজ্জ্বল। সব মিলে সামনে সম্ভাবনার উজ্জ্বল আলোর রেখা। সেই অমিতসম্ভাবনা সত্যি করে বিশ্বের ক্রিকেট মঞ্চে ঈর্ষণীয় মর্যাদার স্তম্ভে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ।
শিরোনাম
- গাজা পুনর্গঠনে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাজ করবে তুরস্ক: এরদোয়ান
- আমেরিকা যুদ্ধ উস্কে দিচ্ছে: মাদুরো
- গাজায় হামাস ও ইউএনআরডব্লিউএ-এর কোনও ভূমিকা থাকবে না: রুবিও
- এশিয়া সফরে আসছেন ট্রাম্প, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আশা
- যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে সৌদি আরবের পরিকল্পনা ফাঁস!
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে মতবিরোধ, যা বলছে যুক্তরাষ্ট্র-রাশিয়া
- থাইল্যান্ডের রানী মা সিরিকিত মারা গেছেন
- সাত দিনে ইউক্রেনের নতুন ১০ এলাকার দখল রাশিয়ার
- তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১৪ অভিবাসীর মৃত্যু
- শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত
- পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান
- ফরিদপুরে এ কে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
অভিনন্দন টিম বাংলাদেশ
জয়ের ধারা থাক অব্যাহত
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর