২০১৩ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের পর দীর্ঘ ১২ বছর পর আবারও থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ ব্যবধানে হেরেছে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচটি ফিফা স্বীকৃতিপ্রাপ্ত হলেও বাফুফে ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন এটি ক্লোজড ডোরে আয়োজন করে। প্রথমার্ধে বাংলাদেশ ১ গোলে পিছিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিক দল আরও দুই গোল যোগ করে।
ম্যাচের প্রথম মিনিটে ওরাপিন ওয়েনগিওন গোল দিয়ে থাইল্যান্ডকে এগিয়ে দেন। ৫১তম মিনিটে সোয়ালাক পেঙ্গাম এবং ৮৬তম মিনিটে পাত্তারানান বাড়ান ব্যবধান।
গত জুলাইয়ে উইমেন’স এশিয়ান কাপ বাছাই পর্ব পেরোনোর পর এটি বাংলাদেশের মেয়েদের প্রথম মাঠে নামা। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর এই ম্যাচে তারা হারের মুখোমুখি হলো। দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাইল্যান্ড। তাদের অবস্থান ৫৩। বাংলাদেশ ১০৪ নম্বরে থাকলেও অতীতে মিয়ানমারের মতো র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে হারিয়েছিল তারা। তবে এবার সেই জয় পুনরায় সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/আশফাক