গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা মোহাম্মেদ শালান। ৪০ বছর বয়সী এই ক্রীড়াবিদ গাজা উপত্যকার খান ইউনিসে এক ত্রাণ বিতরণকেন্দ্র থেকে পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার ও ওষুধ আনতে গিয়েছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আই আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, শালান ত্রাণ সংগ্রহ করতে বের হয়েছিলেন তার অসুস্থ কন্যা মরিয়মের জন্য। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মরিয়ম রক্তে বিষক্রিয়ায় ভুগছিলেন এবং কিডনির জটিলতায় আক্রান্ত ছিলেন। মৃত্যু পর্যন্ত শালান মেয়ের চিকিৎসার জন্য বারবার সহায়তা চেয়ে গেছেন।
ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন মোহাম্মেদ শালান। কোর্টে তার আগ্রাসী খেলার কারণে তিনি 'আল-জিলজাল' নামে পরিচিত ছিলেন, যার অর্থ ‘ভূমিকম্প’। তিনি ফিলিস্তিন জাতীয় দলের পাশাপাশি খাদামাত আল-বুরেইজ, খাদামাত আল-মাগাজি ও খাদামাত খান ইউনিসসহ একাধিক স্থানীয় ক্লাবের হয়ে খেলেছেন।
তার মৃত্যুতে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শালানের প্রতি গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করছেন।
সূত্র: মিডল ইস্ট আই
বিডি প্রতিদিন/মুসা