আইসিসির আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার করবিন বশ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বেন ডোয়ারশুইসকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
ম্যাচের ১৭তম ওভারে অস্ট্রেলিয়ার রান তাড়ার সময় ডোয়ারশুইসকে আউট করেন বশ। তারপর ডাগআউটের দিকে ইঙ্গিত করে তাকে চলে যেতে বলেন। প্রোটিয়া অলরাউন্ডার ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ১১তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে এটাই তার প্রথম অপরাধ।
আইসিসি আচরণবিধির লেভেল ওয়ানের ২.৫ ধারা ভেঙেছেন বশ। যেখানে উল্লেখ করা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচে আউট হওয়া ব্যাটারকে উদ্দেশ্য করে কোনও কথা, কাজ বা অঙ্গভঙ্গি করা যা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উস্কে দেয়।’
বশ তিন ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে ৫৩ রানের জয়ে অবদান রাখেন। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায়।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার পর ডেভাল্ড ব্রেভিসের অপরাজিত ১২৫ রানে দ্বিতীয় ম্যাচে ২১৮ রান করে আফ্রিকানরা। বশ ও কেনা মাফাকা তিনটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৬৫ রানে অলআউট করেন।
তিন ম্যাচের সিরিজে ১-১’এ সমতা রয়েছে। আগামী ১৬ আগস্ট কেয়ার্নসে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/নাজিম