ভারতীয় ক্রিকেট দলে প্রথমবারের মতো ডাক পেলেন নারায়ান জাগাদিসান। ৫০ ওভারের ক্রিকেটে লিস্ট ‘এ’–তে রেকর্ড গড়া এই উইকেটকিপার-ব্যাটসম্যান এবার সুযোগ পাচ্ছেন টেস্ট স্কোয়াডে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টের জন্য তাকে যুক্ত করা হয়েছে ভারতীয় দলে।
জাগাদিসান দলে ঢুকেছেন রিশাভ পন্তের জায়গায়, তিনি চোটের কারণে ছিটকে পড়েছেন। যদিও দলে কিপার-ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুরেল আছেন এবং ওভালে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে তার একাদশে থাকা প্রায় নিশ্চিত। তবু বিকল্প হিসেবে জাগাদিসানকে লন্ডনে উড়িয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
রবিবার ইংল্যান্ডের ভিসা হাতে পান ২৯ বছর বয়সী জাগাদিসান। মঙ্গলবার দলের সঙ্গে লন্ডনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
২০২২ সালে বিজায় হাজারে ট্রফিতে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। একই টুর্নামেন্টে এক ম্যাচে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলে নিজের নাম লেখান ইতিহাসে। সেই ম্যাচে সাই সুদর্শনের সঙ্গে গড়েন ৪৩৫ রানের উদ্বোধনী জুটি।
শুধু সীমিত ওভারের ক্রিকেটেই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও জাগাদিসানের পারফরম্যান্স বেশ চমৎকার। ৫২ ম্যাচে ৪৭.৫০ গড়ে করেছেন ৩৩৭৩ রান, সেঞ্চুরি ১০টি, যার মধ্যে একটি ট্রিপল সেঞ্চুরিও আছে। রঞ্জি ট্রফিতে টানা দুই মৌসুমে তামিলনাড়ুর সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে ১৩ ইনিংসে করেছেন ৮১৬ রান (গড় ৭৪.১৮), তার আগের মৌসুমে ছিল ৬৭৪ রান (গড় ৫৬.১৬)।
ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে লড়াকু ড্র করে সিরিজে টিকে রয়েছে ভারত। ইংল্যান্ড এখনো ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, ওভালের শেষ টেস্টে জিতলে ভারত সিরিজ সমতায় শেষ করতে পারবে।
বিডি প্রতিদিন/মুসা