কুড়িগ্রামে নারীর অবৈতনিক মজুরির স্বীকৃতির দাবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাল্য বিয়ে বন্ধে স্থানীয় অভিভাবক ও নীতি নির্ধারকদের নিয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা সদরের পাঁচগাছি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীন, সদর থানার ওসি মো.হাবিবুল্লাহ, সদর মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান ও প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমানসহ অন্যান্যরা।
এসময় বক্তারা কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা,নারীর ক্ষমতায়নে গৃহস্থালি কাজের মূল্যায়ন এবং বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীন বলেন, নারীর ক্ষমতায়নে সকল নীতি নির্ধারকদের সম্মিলিত প্রয়াসে কাজ করতে হবে। পাশাপাশি নারীদের নিজেদের সচেতনতা এবং নীতিনির্ধারকে আরও দায়িত্বশীল হতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ