সিরাজগঞ্জ সদর উপজেলার সয়বাদের ইকোনমিকজোন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মানিক ওরফে কালা মানিক (৩৫) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মানিক উপজেলার চকবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, মানিক দীর্ঘদিন ধরে ইকোনমিকজোন এলাকার বিভিন্ন নির্মাণসাইটে কাজ করা লোকজনকে পিস্তলের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে মানিকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি কার্তুজ এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই নাজমুল হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/মুসা