ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের গোয়েন্দা ইউনিটের সদস্যদের জন্য ইসলাম ধর্ম, আরবি ভাষা এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
আইডিএফ বলছে, গোয়েন্দা ইউনিটে কর্মরত সৈন্যরা সরাসরি কথাবার্তা, মনস্তত্ত্ব ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণের দায়িত্বে থাকেন। তাই ইসলাম ও আরবি ভাষা সম্পর্কে গভীর জ্ঞান তাদের তথ্য বিশ্লেষণের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে।
এই নতুন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সেনাদের শুধুমাত্র আরবি পড়া ও বলাই নয়, ইসলামের মৌলিক বিশ্বাস, বিভিন্ন মাজহাব, ধর্মীয় আচরণবিধি, ইবাদত, উৎসব, সামাজিক রীতি এবং সংস্কার সম্পর্কেও শিক্ষা দেওয়া হবে। এতে করে তারা ভাষাগত দক্ষতার পাশাপাশি মুসলিম সমাজ ও সংস্কৃতি সম্পর্কে অবগত হবে।
আইডিএফ-এর এক মুখপাত্র বলেন, গোয়েন্দা কাজ এখন শুধু প্রযুক্তিনির্ভর নয়, বরং সাংস্কৃতিক ও ধর্মীয় প্রেক্ষাপট বোঝাও অত্যন্ত জরুরি। সৈন্যরা যদি ইসলাম ও আরবি ভাষা সম্পর্কে বিস্তারিতভাবে জানে, তাহলে তারা আরও কার্যকরভাবে কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে। সূত্র : জেরুজালেম পোস্ট।
বিডি-প্রতিদিন/শআ