গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ জুলাই) বিকেলে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত অভিযানে প্রায় ২০টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানাগুলোর অস্থায়ী ঘর ও চুল্লিগুলো পানিতে ভিজিয়ে ধ্বংস করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাটির তৈরি প্রায় ২০টি অস্থায়ী চুল্লিতে কাঠ, খড়ি ও গাছের ডালপালা জ্বালিয়ে কয়লা তৈরির কাজ চলছিল। এতে একদিকে বনজ সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে সৃষ্ট ধোঁয়ার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযান চলাকালে কারখানা সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও, স্থানীয়দের বরাত দিয়ে কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, 'পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
বিডি প্রতিদিন/মুসা