টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতলেও বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে। ধারাবাহিকতার অভাবে ভুগছে দলের শীর্ষস্থানীয় ব্যাটাররা। তবে সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে পরিসংখ্যান নয়, বরং প্রয়োজন দলে ইতিবাচক প্রভাব রাখা।
সম্প্রতি পাকিস্তান সিরিজে ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি ওপেনিং পজিশন ঘিরে। শেষ দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ নাঈম। তবে ব্যাট হাতে হতাশ করেন তিনি। শেষ ম্যাচে ১৭ বলে মাত্র ১০ রান এবং তার আগের ম্যাচে ৭ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। এমন পারফরম্যান্সে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।
এই প্রসঙ্গে আকরাম খান বলেন,'নাঈম ভালো খেলোয়াড়, কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৬ ওভার খুব গুরুত্বপূর্ণ। এখানে টেকনিক নয়, অ্যাপ্রোচই বড় বিষয়। পাকিস্তান শেষ ম্যাচে ১৭৮ রান তুলেছিল, আমাদের তখন অন্তত ৬০ রানের মতো শুরু দরকার ছিল।'
তিনি আরও বলেন, 'শুরুর ছয় ওভারে যদি ইতিবাচক ব্যাটিং না হয়, তাহলে প্রতিপক্ষের বোলাররা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নাঈমের সেই জায়গায় উন্নতি করতে হবে। ও ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে, কিন্তু জাতীয় দলে সফল হতে হলে অ্যাপ্রোচে পরিবর্তন আনা জরুরি।'
এদিকে, দীর্ঘদিন ধরে জাতীয় দলে অনিয়মিত থাকা সৌম্য সরকারকে নিয়েও মত দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, সৌম্য যখন ভালো খেলেন, তখন পুরো দলের রূপটাই বদলে যায়।
তিনি বলেন, সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। যেদিন সে ভালো খেলেন, সেদিন অনেক বড় প্রভাব রাখেন। যদিও মাঝে মাঝে শুরুতেই আউট হয়ে যান, কিন্তু যেদিন ফর্মে থাকেন, সেদিন তিনি ম্যাচের চেহারা বদলে দেন।
বিডি প্রতিদিন/মুসা