ফিদে নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের দিব্যা দেশমুখ। তার কল্যাণে নারী দাবায় প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন পেয়েছে ভারত।
অবশ্য ফাইনালে দুজন প্রতিযোগীই ছিলেন ভারতের। তাই ভারত থেকে যে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন আসতে যাচ্ছে সেটি নিশ্চিতই ছিল। সেই জায়গায় ৩৮ বছরের অভিজ্ঞ কোনেরু হাম্পিকে হারিয়ে জিতেছেন ১৯ বছর বয়সী দিব্যা।
সোমবার টাইব্রেকারে হাম্পিকে হারিয়েছেন দিব্যা। দ্বিতীয় র্যাপিড গেম জিতে চ্যাম্পিয়ন হন তিনি। এর ফলে ভারতের ৮৮তম গ্র্যান্ড মাস্টার এবং ভারতের চতুর্থ নারী গ্র্যান্ড মাস্টার হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
দিব্যা এবং হাম্পি দুজনেই সেমিফাইনালে জেতায় আগামী বছরের নারীদের ক্যান্ডিডেট টুর্নামেন্টে তাদের স্থান নিশ্চিত করেছেন।
দিব্যা বলেন, এটি নিঃসন্দেহে অনেক বড় কিছু আমার জন্য। এখনও অনেক কিছু অর্জন বাকি। আমি আশা করছি এটি কেবল শুরু।
বিডি প্রতিদিন/কেএ