আসন্ন এশিয়া কাপের আগে বড় পরিবর্তন আনল হংকং ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টকে সামনে রেখে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শ্রীলঙ্কার সাবেক টেস্ট ব্যাটার কুশল সিলভাকে।
টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে হংকং, প্রতিপক্ষ আফগানিস্তান, ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।
৩৯ বছর বয়সী কুশল সিলভা শ্রীলঙ্কার হয়ে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন ৩৯টি টেস্ট। ক্যারিয়ারে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ২০৯টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ১৩,৯৩২ রান, যেখানে ছিল ৪১টি সেঞ্চুরি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি ছিল আন্তর্জাতিক টেস্টে।
খেলোয়াড়ি জীবন শেষ করে ২০১৯ সাল থেকে কোচিংয়ে জড়িয়ে পড়েন কুশল। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন পর্যায়ে কোচিং করালেও হংকং দলের হেড কোচ হিসেবে এটি তার প্রথম আন্তর্জাতিক দায়িত্ব।
দায়িত্ব পেয়ে কুশল বলেন,'আমার লক্ষ্য হবে দলের মধ্যে কঠোর পরিশ্রম এবং জয়ের মানসিকতা গড়ে তোলা। একইসঙ্গে তরুণ প্রতিভা খুঁজে বের করে তাদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য কাজ করবো।'
বিডি প্রতিদিন/মুসা