ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেছেন, এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়া নিয়ে তার কোনো আপত্তি নেই। তার মতে, সন্ত্রাসবাদ অবশ্যই নিন্দনীয়, তবে তার কারণে খেলাধুলা বন্ধ করা উচিত নয়।
সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পুরুষদের এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে একে অপরের মুখোমুখি হবে।
এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে গাঙ্গুলী বলেন, “সূচিতে আমার কোনো সমস্যা নেই। খেলাধুলা চালিয়ে যেতে হবে। পাহালগামে যা ঘটেছে, তা দুঃখজনক ও নিন্দনীয়। কিন্তু এসব ঘটনার কারণে খেলা বন্ধ করা উচিত নয়। সন্ত্রাসবাদের অবসান হওয়া জরুরি। সেটা অতীত এখন। খেলাটা চলতে দিতেই হবে।”
প্রতিবেদন অনুযায়ী, এবারের এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক দেশ হিসেবে ভারত এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে কিংবা পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর সুযোগ নেই।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এসিসির এক বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে সম্মতি দেয়। এর ফলে বয়কটের সমস্ত সম্ভাবনাই কার্যত খারিজ হয়ে গেছে।
বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, “এখন আর ভারত এই ম্যাচ বা টুর্নামেন্ট থেকে সরে আসতে পারবে না। সিদ্ধান্তটি এসিসি বৈঠকে চূড়ান্ত হয়েছে। ভারত যেহেতু আয়োজক, তাই এখন আর কিছু পরিবর্তনের সুযোগ নেই। সবকিছু আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়েছে। ম্যাচ নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে।”
গুরুত্বপূর্ণ হলো, এই সিদ্ধান্তের আগে বা পরে কিংবা সূচি ঘোষণার পর পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো ধরনের বয়কটের ইঙ্গিত দেওয়া হয়নি। তবে ভারতের একাধিক গণমাধ্যম বিসিসিআই ও সরকারের সমালোচনা করেছে এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান পুনরায় তুলেছে— যেমনটা বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগের সময়ও দেখা গিয়েছিল।
আট দলের এবারের আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে। টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে।
এদিকে পাকিস্তান তাদের টুর্নামেন্ট যাত্রা শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ১৭ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সূত্র: জিও টিভি
বিডি প্রতিদিন/নাজিম