সপ্তাহখানেক আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। বোলিংয়ে উত্তাপ ছড়ালেও ব্যাটিংয়ে ভুগেছে জাওয়াদ-তামিমরা। তবে সামিউন বশিরের অলরাউন্ডিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে টাইগার যুবারা। সামিউন দুটি উইকেট নেওয়ার পাশাপাশি খেলেন ৪৫ রানের ইনিংস। আজ স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
শনিবার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস মাঠে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয়টিতে টাইগার যুবাদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারেই ১২৮ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ পেসার আল ফাহাদ ৩২ রান দিয়ে ৪টি, বাঁ-হাতি স্পিনার সামিউন ১৭ রানে ও স্বাধীন ৫ রানে ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ইমন ও তামিম।
১২৯ রানের তাড়ায় ২১ রানের শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপর্যায়ে ৯ উইকেটে ১০৯ রানে দাঁড়ায় টাইগার যুবাদের। শেষ উইকেটে স্বাধীন ইসলামকে নিয়ে লড়াই শুরু করেন সামিউন। শেষ পর্যন্ত ২০ রান যোগ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সামিউন। ৭ চার ও ১ ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন সামিউন। ৯ উইকেট হারিয়ে ২৮.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দলে তিনবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৩৪.৪ ওভারে ১২৮ (জেমস ২৪, ম্যানাক ২৮, বসম্যান ২৪*; আল ফাহাদ ১০-১-৩২-৪, সামিউন ৪-১-১৭-২, স্বাধীন ৪.৪-১-৫-২, আজিজুল ৬-০-২০-১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৮.৪ ওভারে ১২৯/৯ (জাওয়াদ ২০, আব্দুল্লাহ ১৪, সামিউন ৪৫*; ব্যাসন ১০-১-৩৩-৪, মাজোলা ১০-৩-৩৫-৩, বয়েস ৫.৪-০-৩৫-১)