ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন জেমি ওভারটন। সারের হয়ে সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন এই ইংলিশ পেসার। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের স্কোয়াডে এই একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সেই ম্যাচে দারুণ লড়াই করে ড্র করে সিরিজে টিকে আছে ভারত। এই সিরিজের আগের চার টেস্টে প্রায় একই বোলিং আক্রমণ নিয়ে খেলেছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের পর ইংলিশ স্কোয়াডে জশ টাংয়ের জায়গায় জফরা আর্চারকে নিয়ে এসেছিল তারা। আর ইনজুরিতে পড়া শোয়েব বশিরের বদলি হিসেবে দলে আনা হয়েছে লিয়াম ডসনকে।
এখন পর্যন্ত দুই দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন ক্রিস ওকস। সর্বোচ্চ ১৬৭ ওভার বোলিং করেছেন তিনি। এরপর ব্রাইডন কার্স বোলিং করেছেন ১৫৫ ওভার। আর ইংলিশ অধিনায়ক স্টোকস বোলিং করেছেন ১৪০ ওভার। গাস অ্যাটকিনসন সিরিজের শেষদিকে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছিল।
তিনি সারের হয়ে দ্বিতীয় একাদশে খেলে ফিটনেস প্রমাণ করেছেন, তাই তিনি ওকসের পরিবর্তে দলে ঢুকতে পারেন। ১১ উইকেট নিয়ে বিবেচনায় রয়েছেন ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি জশ টাংও। আর জেমি ওভারটন সুযোগ পেলে ২০২২ সালের পর প্রথমবার টেস্ট খেলবেন তিনি।
ওভাল টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড : বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং ও ক্রিস ওকস।
বিডি প্রতিদিন/কেএ