সাম্প্রতিক ঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এবং শোক প্রকাশে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে দুইদিনব্যাপী (২৭ ও ২৮ জুলাই) শোক বই স্বাক্ষরের আয়োজন করা হয়।
২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই শিশু।
এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ২২ জুলাইকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণা করে। শোক দিবস উপলক্ষে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজন করা হয় একটি আনুষ্ঠানিক শোক বই স্বাক্ষর কার্যক্রম।
কুয়েত সরকারের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্য, আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ দূতাবাসে উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন এবং গভীর সমবেদনা জানান। এছাড়াও যারা উপস্থিত হতে পারেননি, তারা দূতাবাসের অফিসিয়াল ইমেইলের মাধ্যমে তাদের শোকবার্তা প্রেরণ করেন।
দূতাবাস এক বিবৃতিতে জানায়, এই আন্তরিক সহানুভূতি ও সংহতি শুধু কূটনৈতিক বন্ধুত্বকেই নয়, বরং মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটায়।
বিডি প্রতিদিন/নাজমুল