জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়ার পথে ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ও অধিনায়ক উইয়ান মুল্ডার। দ্বিতীয় দিনের লাঞ্চে ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করেন তিনি। তাতে ৩৩ রানের জন্য ছুঁতে পারেননি ব্রায়ান লারার ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে গড়া অপরাজিত ৪০০ রানের বিশ্ব রেকর্ড।
ইনিংস ঘোষণার কারণ হিসেবে পরে মুল্ডার যা বলেছিলেন তাঁর সারাংশ এমন, ব্রায়ান লারার কাছেই রেকর্ডটা থাকুক। তবে লারা নিজেই চেয়েছিলেন মুল্ডার রেকর্ডটি ভাঙুক। আর সেটা জানিয়েছেন মুল্ডার নিজেই।
দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সুপারস্পোর্টকে মুল্ডার বলেছেন, ‘পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, “আমি আমার লিগ্যাসির জন্য খেলছি, তাই উচিত ছিল রেকর্ডটি ভাঙার চেষ্টা করা।”
তিনি বলেছেন, “রেকর্ড তো ভাঙার জন্যই, আর ভবিষ্যতে যদি এমন সুযোগ আসে, সেদিন যেন আমি রেকর্ড ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি।”’
লারার কথায় খুশি হলেও, নিজের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন মুল্ডার। তিনি বলেন, ‘তার দিক থেকে দৃষ্টিভঙ্গি দারুণ। তবে আমি এখনও মনে করি, আমি সঠিক কাজ করেছি। খেলাটির প্রতি সম্মান দেখানোই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
বিডি প্রতিদিন/নাজিম