সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা নারী দলের জালে তিন গোল দিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ নারী দল।
শুক্রবার বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ।
শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুর চার মিনিটের মধ্যেই শ্রীলঙ্কার জালে দুই গোল দেয় বাংলাদেশ নারী দল। এরপর ৩৭ মিনিটে আরও একটি গোল দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত লঙ্কান নারী দলের জালে তিন গোল দিয়ে বিরতিতে গেল আফঈদারা।
আজ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টে খেলছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
বাংলাদেশ দল
স্বর্ণা রানি মণ্ডল, নবিরন খাতুন, জয়নব বিবি, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, রানি বাহাদুর, স্বপ্না রানি, ঐশী খাতুন, তৃষ্ণা রানি, মোছা. সাগরিকা, উমেলা মারমা, বালা মাহাতো, রুপা আক্তার, বন্না খাতুন, মুঙ্কি আখতার, কানম আক্তার, রুমা আক্তার, পুজা দাস, সিনহা জাহান, শান্তি মারদি, নাদিয়া আক্তার, মিলি আক্তার ও ফেরদৌসি আক্তার।
বিডি-প্রতিদিন/বাজিত