বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হতে ঢাকায় এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন ফাহামেদুল। ঢাকায় পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ফুল দিয়ে বরণ করে নেন দেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশি ফুটবল আল্ট্রাস’-এর সদস্যরাও।

ফাহামেদুলকে ঘিরে সমর্থকদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। তাদের বিশ্বাস, হামজা-সমিতদের সঙ্গে মিলে দেশের ফুটবলে নতুন জোয়ার আনতে বড় ভূমিকা রাখবেন তরুণ এই ফরোয়ার্ড।
ইতোপূর্বে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক দলে সুযোগ পেলেও মূল স্কোয়াডে জায়গা হয়নি ফাহামেদুলের। সৌদি আরবে অনুষ্ঠিত ক্যাম্প শেষে তিনি ইতালিতে ফিরে যান, যা ঘিরে ওঠে নানা সমালোচনা।
বর্তমানে ইতালির ওলাবিয়া ক্যালসিও এফসি-তে খেলা এই তরুণ এবার দেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে মাঠে নামবেন ফাহামেদুল ইসলাম।
বিডি প্রতিদিন/মুসা