আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। ১৯৯৯ সালের মার্চে কেনিয়া এবং জিম্বাবুয়েকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ১১৬ বলে ১০১ রান করে টাইগারদের ওয়ানডে ইতিহাসে সর্বপ্রথম সেঞ্চুরির রেকর্ড গড়েন অপি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটেই এটি ছিল লাল-সবুজের প্রথম শতক।